ফিফা ওয়ার্ল্ড কাপ 2022
কাতার অনুষ্ঠিত 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে ফিফা বিশ্বকাপ এর 2022 তম আসর । ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালের এই বিশ্বকাপে অসম্ভব এসোসিয়েশনের 32 টি দেশের জাতীয় দল। আরববিশ্বে তথা মধ্যপ্রাচ্যে 2022 সালে ফিফা বিশ্বকাপে প্রথম বিশ্বকাপ যেটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আয়োজিত প্রথম ফুটবল বিশ্বকাপ।
ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর হোস্ট কাতার এটি এশিয়ান চলে ফিফা 2022 বিশ্বকাপ দ্বিতীয় বিশ্ব কাপ। এর আগে এশিয়া অঞ্চলে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়া জাপান অনুষ্ঠিত হয়েছিল 2002 সালে ।
ফিফা বিশ্বকাপের এটি সর্বশেষ টুর্নামেন্ট যেখানে 32 জন অংশগ্রহণ করছে। এর পরবর্তী সকল বিশ্বকাপে 48 দল অংশগ্রহণ করবে। 2026 সাল থেকে 48 দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এবং 2020 সালের বিশ্বকাপের হোস্ট আমেরিকা, কানাডা এবং মেক্সিকো।
ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, এবং বর্তমানে রানার্সআপ ক্রোয়েশিয়া। ফিফা বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জয়লাভ করেছে।
ফিফা বিশ্বকাপে মহাদেশ অনুযায়ী অংশগ্রহণকারী দলের সংখ্যা
সিএএফ ( আফ্রিকা) : ৫ টি।
এএফসি ( এশিয়া) : ৪.৫ টি (স্বাগতিক কাতার বাদে) ।
উয়েফা (ইউরোপ) : ১৩ টি ।
কনকাকাফ (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান) : ৩.৫ টি।
ওএফসি (ওশেনিয়া) : ০.৫ টি।
কনমেবল (দক্ষিন আমেরিকা) : ৪.৫ টি।
ইতিমধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এ কোয়ালিফাই করা দলসমূহ
উয়েফা (ইউরোপ)
সার্বিয়া।
স্পেন।
সুইজারল্যান্ড।
ফ্রান্স।
বেলজিয়াম।
ডেনমার্ক।
নেদারল্যান্ডস।
ক্রোয়েশিয়া।
ইংল্যান্ড।
জার্মানি।
উয়েফা (ইউরোপ) থেকে বাছাইপর্ব খেলে আরও তিনটি দল 2022 সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে ।
কনমেবল (দক্ষিন আমেরিকা)
ব্রাজিল।
আর্জেন্টিনা।
কনমেবল (দক্ষিন আমেরিকা) থেকে আরো ২.৫ টি দেশ বাছাইপর্ব খেলে 2022 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
সিএএফ ( আফ্রিকা), কনকাকাফ (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান), ওএফসি (ওশেনিয়া), এএফসি ( এশিয়া) মহাদেশের দেশগুলোর বাসায় পর্ব শেষে কোয়ালিফাই করা টিউন গুলো 2022 সালে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবেন।
No comments