Header Ads

Header ADS

দেখে নিন 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন গ্রুপে

দেখে নিন 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন গ্রুপে


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপ করে যাচ্ছে আইসিসির অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।  এই বিশ্বকাপে দুই গ্রুপে  কি করে  ভাগ হয়ে ভাগ হয়ে মোট 12 টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। 


চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ক্রিকেটের মহোৎসব।   2022 টি-টোয়েন্টি বিশ্বকাপ  চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।  ইতিমধ্যে বিশ্বকাপের জন্য আটটি দল  সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।  সেই আটটি দল হল  অস্ট্রেলিয়া,  ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান,  ভারত এবং বাংলাদেশ।  বাংলাদেশে এই প্রথম  টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের না খেলে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।


 তাহলে দেখে নিন 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন গ্রুপে 


                    গ্রুপ - এ

                        গ্রুপ  - বি

নিউজিল্যান্ড

ভারত

অস্ট্রেলিয়া

পাকিস্তান

ইংল্যান্ড

সাউথ আফ্রিকা

আফগানিস্তান

বাংলাদেশ


উপরোক্ত আটটি টিম সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে । বাছাইপর্বে মাধ্যমে দুটি গ্রুপে বিভক্ত হয়ে আটটি টিম  দুটি গ্রুপে ভাগ হয়ে  খেলবে।  প্রতিটি গ্রুপে চাকরি করে দল থাকবে।  বাছাই পর্বে অনুষ্ঠিত দুটি গ্রুপ  এর রানার্সআপ এবং চ্যাম্পিয়ন দল কে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাবে।  এইভাবে  মোট 12 টি দল নিয়ে 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।


 এবারের এই  2022 টি-টোয়েন্টি বিশ্বকাপের  সবগুলো ম্যাচ অস্ট্রেলিয়ার  সাতটি  স্টেডিয়ামে হবে।  এগুলো হলো: 

  1. মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড,  মেলবোর্ন।

  2.  সিডনি ক্রিকেট গ্রাউন্ড,  সিডনি।

  3. পার্থ স্টেডিয়াম,  পার্থ।

  4. বেলেরিভ ওভাল,  হোবার্ট।

  5.  কার্ডিনিয়া পার্ক,   জিলং ।

  6. দ্যা  গাব্বা,  ব্রিসবেন।

  7.  অ্যাডিলেড ওভাল,   অ্যাডিলেড।


2022  t20 বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে 16 ই অক্টোবর  এবং মেলবোর্নে  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে  13 ই নভেম্বর। 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাডিলেড এবং সিডনিতে 9 নভেম্বর এবং 10 নভেম্বর।


2022 বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ করা দলের মধ্যে রয়েছে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া এবং স্কটল্যান্ড।  আর চারটি কোয়ালিফাই করে আসবে। 


আরো দেখুন ...

 দেখে নিন কিভাবে পুষ্প  মুভি হিন্দুদের ডাউনলোড করবেন


No comments

Powered by Blogger.